১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৮ জানু ২০২৩ ০৭:০১
সুরমাভিউ:- ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা ইনসান এইড বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (০৭ জানুয়ারি) কানাইঘাট উপজেলার কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনসান এইডের চেয়ারপারসন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষকে সাহায্য করা মূলত নিজেকে সাহায্য করার’ই নামান্তর।মানবকল্যানে কাজ করার জন্যই ইনসান এইড প্রতিষ্ঠিত হয়েছে। পরার্থে কাজ করাই মানবজীবনের প্রকৃত স্বার্থকতা। সেক্রিফাইস বা কোরবানি হলো প্রকৃত ইসলাম। ইনসান এইড দীর্ঘ প্রায় ২০ বছর থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইনসান এইড বাংলাদেশ সরকার থেকে রেজিস্টারপ্রাপ্ত সংগঠণ। সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন কার্যক্রম অতীতে সম্পন্ন হয়েছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
ডা. ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনসান এইডের ওভারসীজ ডেভলাপমেন্ট ম্যানেজার প্রকৌশলী নূর উদ্দিন। মাস্টার ফারুক আহমেদের পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনসান এইড ইউকের অন্যতম সদস্য মাসুদা খাতুন ও নাজমা বেগম। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাস্টার নজরুল ইসলাম শাহিন, রশিদ আহমেদ ও বরকত উল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উত্তরপূর্ব জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুমিন এবং মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা সৈয়দ আহমেদ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজ জাহেদ আহমদ ও মহসিন নাসিফ।
উল্লেখ্য, ইনসান এইড ইউকের উইন্টার প্রজেক্টের প্রথম ধাপে কানাইঘাটে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে গোয়ালাবাজার ও তৃতীয় ধাপে সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766