সরকারের উচিৎ ইমাম মুয়াজ্জিনদের যথাযথভাবে মূল্যায়ণ করা : মাওলানা উবায়দুর রহমান খাঁন নদবী

প্রকাশিত:শনিবার, ০৭ জানু ২০২৩ ০৬:০১

সুরমাভিউ:-  বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খাঁন নদবী বলেছেন, ইমামগণ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি সকল কঠিন পরিস্থিতিও ইমামগণ জনগণের পাশে থাকেন, তাদের যথাযথভাবে মূল্যায়ণ করলে সামাজিক অবক্ষয় দূর হবে, তাদের সার্বিক উন্নতির প্রতি খেয়াল রাখা কেবল মসজিদ কমিটির দায়িত্ব না বরং সকারকেও এব্যাপারে গুরুত্ব সহকারে এগিয়ে আসতে হবে। শুধু ইমামদের বিভিন্ন কাজে ব্যবহার করলে চলবে না বরং তাদের সার্বিক উন্নতির প্রতিও গুরুত্ব দিতে হবে।
তিনি ৭ জানুয়ারী শনিবার জালালাবাদ ইমাম সমিতির ইমাম মুয়াজ্জিন ও মসজিদ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দান কালে উপরুক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সরকারের জন্য উচিৎ হলো অন্ত ৫ হাজার কোটি টাকার একটি ফান্ড ইমাম মুয়াজ্জিনদের জন্য বরাদ্দ করা, এ ফান্ড থেকে তারা তাদের সুবিধামত ব্যায় করবে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ ও সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরিফ মোহাম্মদ, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দরগাহ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, জালালাবাদ ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা ক্বারী মুজাম্মিল হোসাই চৌধুরী, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, হাফিজ মাওলানা শামছুল ইসলাম, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা সাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা ওলীউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, সহ প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ রাজি, মাওলানা হাফিজ সালিম আহমদ সোলাইমান, অর্থ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদ মাওলানা আব্দুল মুনিব, দপ্তর সম্পাদ মাওলানা আব্দুল আজীজ, দক্ষিণ সুরমা সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, উসমানী নগর উপজেলা সভাপতি মাওলানা আলাউদ্দি, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক মোঃ জাহিদ আহমদ, শাহপরান থানা সাধারণ সম্পাদক মাওলানা আবুতাহির মিসবাহ, সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, কতোয়ালী পূর্ব থানা শাখা সাধারণ সম্পাদক মাওলনা সিরাজ উদ্দিন আনসারী, বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদ হাসান, কতোয়ালী পশ্চিম থানা শাখার সভাপতি মাওলানা মোজাম্মিল হক, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, গোলাপগঞ্জ পৌরসভা শাখা সভাপতি মাওলানা মুহিবুর রহমান রামনগরী, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা শাসছুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে বক্তাগণ বলেছেন, ইমামগণ অত্যন্ত নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করেন অথচ তাদেরকে পরিপূর্ণভাবে মূল্যায়ণ করা হয় না এমনকি কোন কোন সময় তাদেরকে নাগরিক ও মানবিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ