দোয়ারাবাজারে মধ্য রাতে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:শনিবার, ০৭ জানু ২০২৩ ০৮:০১

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলমের সার্বিক তথ্যাবধানে,কনকনে শীতের রাতে স্থানীয় মহব্বতপুর বাজারে শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে শুক্রবার মধ্যরাতে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না,মহব্বতপুর বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাংবাদিক মামুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন অনেক সময় তালিকা করে শীত বস্ত্রগুলো বিতরন করলে অনেক মানুষই তা পায় না। যাদের প্রয়োজন নেই তারাও সুযোগ বুঝে গ্রহণ করে। এমনটি যেন না হয় তার জন্য আমি চেস্টা করছি। আমি রাতে ছিন্নমূল মানুষ, ভ্যান চালক, অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র পৌছে দেওয়ার চেস্টা করছি। আশা রাখি এই শীতবস্ত্রগুলো পেয়ে এই মানুষগুলো অনেক উপকৃত হবে।
তারা আরো বলেন আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। প্রকৃত শীর্তাত মানুষরা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদেরকে শীতবস্ত্র পৌছে দিতে চেষ্টা করবো। শুধু সরকারই নয় মানুষ মানুষের জন্য এই বিষয়টিকে হৃদয়ে ধারন করে যদি সমাজের বিত্তবান থেকে শুরু করে সামর্থবানরা নিজ নিজ এলাকার আশেপাশের দু:স্থ মানুষগুলোর দিকে সহযোগিতার হাত প্রসারিত করে তাহলে আমাদের দেশে কোন অসহায় ও গরীব মানুষ থাকতো না।

এ সংক্রান্ত আরও সংবাদ