শীতের আমেজে নবনির্বাচিতদের নিয়ে ৫নং ওয়ার্ড বিএনপির ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত:শুক্রবার, ০৬ জানু ২০২৩ ০৯:০১

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির ৫নং ওয়ার্ড শীতের আমেজে নেতাকর্মীদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন করেছে।

৫ জানুয়ারী (বৃহস্পতিবার) বাদ এশা নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে মতবিনিময় ও ব্যতিক্রমী আয়োজন করেছে।

ব্যতিক্রমী আয়োজন উপলক্ষে ৫নং ওয়ার্ড নেতৃবৃন্দ বলেন, আমরা ২৭ টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় করতে চাই। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সীমাহীন জুলুম-নির্যাতনে পিষ্ট নেতাকর্মীদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করতে আমাদের আজকের এই ব্যতিক্রমী আয়োজন ও রাতের খাবারের ব্যবস্থা।

মতবিনিময় সভায় সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ৫নং ওয়ার্ড বিএনপির আজকের আয়োজনকে স্বাগত জানাই ও নবনির্বাচিত ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা, অনুভূতি প্রকাশ এবং রাতের খাবারের ব্যবস্থা করা সত্যিই ব্যতিক্রমী আয়োজন। যা আমাদের সম্পর্কের বন্ধনকে আরো শক্তিশালী ও মজবুত করবে এবং জাতীয়তাবাদী দলের সাংগঠনিক ভিত আরো মজবুত হবে।

ব্যতিক্রমী আয়োজনের অন্যতম আয়োজক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সায়ীদ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, যেকোনো উপলক্ষে যেকোনো সুন্দর আয়োজনে আমরা যেন একত্রিত হতে পারি তা আমার মনের মধ্যে সবসময় কাজ করে। আমাদের প্রত্যেকেরই উচিত যার যার অবস্থান থেকে ঐক্যের বন্ধন সৃষ্টি করা। আমাদের মধ্যে ঐক্যের সেতুবন্ধন সৃষ্টি করার বিকল্প নেই। তাই আমি সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি  করতে আগামী সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থী হতে প্রত্যাশী। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করি।

উক্ত ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা কামরুল হাসান চৌধুরী শাহীন, ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক নুরুল চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান চৌধুরী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুয়াইব আহমদ শুয়েব, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা বেলায়েত হোসেন লিটন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ মনজুরুল হাসান, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম খায়ের, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আক্তার রশীদ চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, নজির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাক, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সায়ীদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম সায়েম, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফ, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকি, ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালিক শাকু, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক আহমদ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.বি মজুমদার রনি, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক  নুরুল হক রাজু, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ১১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাসেল, ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক  ইফতেখার আহমদ পাবেল,১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস আহমদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন, ২১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক  সালেক আহমদ, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ