গোলাপগঞ্জে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৫ জানু ২০২৩ ০৯:০১

গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি:-  গোলাপগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য-সংস্কৃতি ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় দিবসটি উপলক্ষে গোলাপগঞ্জ চৌমুহনীস্থ নূর ম্যানশনের প্রাঙ্গণে উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের যৌথ আয়োজনে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.দিদারুল আলম, উপজেলা যুবলীগ নেতা ডালিম আহমদ সুমন, পৌর যুবলীগ নেতা শেখ হৃদয়।

এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ আপ্পায়ন বিষয়ক সম্পাদক কামিল আহমেদ, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম মিঠু, উপ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আরাফাত আহমদ রিফাত, উপজেলা ছাত্রলীগ নেতা এস এইচ জাবের, পৌর ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ, ছাত্রলীগ নেতা জায়েদ আহমদ, সাকিল আহমেদ, আলম আহমেদ, রাসেল আহমেদ, মেহেদি হাসান, আক্কই আহমেদ, মুন্না আহমেদ, এমরান আহমেদ, শিপন আহমেদ, মাহি আহমেদ, আফসার আহমেদসহ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ