৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৪ জানু ২০২৩ ১০:০১
সুরমাভিউ:- ভাগ্য বদলের আশায় লিবিয়া থেকে স্বপ্নের দেশ ইতালি যাওয়া হলোনা ছাতকের রিপন মিয়ার। যাওয়ার পথেই মারা যাওয়ার খবর এলো বাড়িতে।
রিপন মিয়া (২৫) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী উত্তর বাড়ি নিবাসী মৃত বশর মিয়ার পুত্র। রিপন মিয়ার বড় ভাই সুজন মিয়া, তার ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গত সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লিবিয়া থেকে তার ভাইয়ের এক সহপাঠী ফোন দিয়ে রিপন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কিন্তু সুজন মিয়া তখনো ভাইয়ের মৃত্যুর খবর বিশ্বাস করতে পারেননি। তাই, মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ভাইয়ের মৃত দেহের ফটো পাঠানোর জন্য অনুরোধ করেন। তখন তার সহপাঠী লাশের ফটো পাঠিয়ে দেন। যে নম্বর থেকে ফোন ও ফটো পাঠানো হয়েছে সেই নম্বরটি পরবর্তীতে বন্ধ পাওয়া যায়। বারবার ফোন দিলেও গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ ফোন গ্রহণ করেনি।
কিভাবে রিপন মিয়ার মৃত্যু হয়েছে তার সঠিক কোন তথ্য জানেননি বলে জানান বড় ভাই সুজন মিয়া। খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকরা রিপন মিয়ার বাড়িতে ছুটে যান। তখন পুরো বাড়িজুড়ে পড়ে কান্নার রোল। আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় সেখানে এক হৃদয় বিদায়ক পরিবেশের সৃষ্টি হয়।
জানা যায়, ভাগ্য পরিবর্তনের জন্য রিপন মিয়া ৬ মাস আগে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে লিবিয়া যান। সেখান থেকে ইতালি যাওয়ার পথে গেইম নামক একটি ক্যাম্পে তার মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেলো।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766