বাংলাদেশের মানুষ সৌদি আরবের সভ্যতা-সংস্কৃতি দ্বারা গভীরভাবে প্রভাবিত – এড. নাসির খান

প্রকাশিত:বুধবার, ০৪ জানু ২০২৩ ০৭:০১

সুরমাভিউ:-  বাংলাদেশ রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরোনো। ঐতিহ্যগত দিক থেকে বাংলাদেশের মানুষ সৌদি আরবের সভ্যতা-সংস্কৃতি দ্বারা গভীরভাবে প্রভাবিত। এছাড়া বাংলাদেশের রেমিট্যান্স বৃদ্ধিতে সৌদি প্রবাসী ভাইদের অবদান তাৎপর্যতার দাবি রাখে। এজন্য বাংলাদেশ সরকারের সাথেও সৌদির একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সিলেট ইউনিট ও জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের সাথে জামেয়া খায়রীয়া সৌদি আরব-এর জেনারেল সেক্রেটারি শায়খ আহমদ হারুন আল রশিদের সাথে মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্মানিত অতিথির বক্তব্যে শায়খ আহমদ হারুন আল রশিদ বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত মধুর। এ দেশের মানুষের প্রতি একটি আলাদা হৃদ্যতাপূর্ণ পরিবেশ খুব সহজেই সৃষ্টি হয়ে যায়। অসহায় মানুষের জন্য রেডক্রিসেন্টের যে উদ্যোগ, তা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। বিশেষ করে রেডক্রিসেন্টের ব্লাড ব্যাংক, মা ও শিশুদের কল্যানে কার্যক্রম দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।আমি মা ও শিশুদের কল্যানে কাজ করতে চাই দেশে গিয়ে এব্যাপারে সর্বাত্বক সহযোগীতার আশ^াস প্রদান করেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য সোয়েব আহমদ, মোঃ মজির উদ্দিন, ডিজিডিপি আইয়ুব আলী সিরাজী, বাংলাদেশী সৌদি ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম,আজীবন সদস্য সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, আফজাল হোসেন, আহমদ হোসেন খান, মিজানুর রহমান, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের প্রোগ্রাম অর্গানাইজার নাজিম খান, চৌধুরী লাবিব ইয়াসির, বদরুল আজাদ শুভ, মুছাদ্দেক চৌধুরী সুমেল, অলিয়ল আলম রেদোয়ান, গবিন্দ চন্দ  প্রমুখ।

শায়খ আহমদ হারুন আল রশিদ রেডক্রিসেন্ট পরিচালিত রেডক্রিসেন্ট মাতৃমংগল হাসপাতাল  মুজিব-জাহান রক্তকেন্দ্র পরিদর্শন করেন। পরে জামেয়া খায়রীয়া সৌদি আরব-এর জেনারেল সেক্রেটারি শায়খ আহমদ হারুন আল রশিদ রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ