১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৩ জানু ২০২৩ ০৫:০১
সুনামগঞ্জ প্রতিনিধি:- রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে তা বিতরণ করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সোমবার (০২ জানুয়ারি) রাত ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের পাঠানবাড়ি এলাকায় ২০০টি বাড়িতে গিয়ে শীতার্ত মানুষদের মধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। রাতে তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা পাঠানবাড়ি এলাকায় ২৫০টি অসহায় পরিবার।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ,সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পৌর শহরের পাঠানবাড়ি এলাকায় সাহিদা বেগম অনেক মানুষের কাছে গিয়েছি কেউ আমাকে একটা শীতবস্ত্র দেয়নি। বরং ফিরিয়ে দিয়েছে। কিন্তু রাতের আঁধারে ডিসি স্যার আমার বাসায় ঢুকে কম্বল দিয়েছেন। এটা সত্যি অকল্পনীয়।
আব্দুল আজিজ বলেন,কিন্তু আমাকে কেউ একটা শীতবস্ত্র দেয়নি। আজ ডিসি স্যার আমাকে আর আমার ছেলেকে বাড়ি এসে শীতবস্ত্র দিয়েছেন। এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া।যেখানে শীতবস্ত্র দিচ্ছে খবর পেলেই দৌড়ে যাই, কিন্তু আমাকে কেউ একটা শীতবস্ত্র দেয়নি
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। সেজন্য রাতে পৌর শহরের পাঠানবাড়ি এলাকায় ২০০টি শীতবস্ত্র আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছি। এই কার্যক্রম চলমান থাকবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766