পররাষ্ট্র মন্ত্রী’র বড় বোনের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের শোক

প্রকাশিত:মঙ্গলবার, ০৩ জানু ২০২৩ ০৭:০১

সুরমাভিউ:-  সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এর বড় বোন আয়েশা খাতুন (বয়স ৯৩) আজ মঙ্গলবার (৩ জানুয়ারি,২০২৩) ভোর ৬টায় সিলেটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ