শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার : কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী

প্রকাশিত:রবিবার, ০১ জানু ২০২৩ ০২:০১

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, ‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ শিক্ষাই দারিদ্র্য মুক্তির প্রধান হাতিয়ার। আমাদের ছেলেমেয়েরা এত মেধাবী, তাদেরকে আরো মনযোগ সহকারে শিক্ষা দিতে হবে। পাশাপাশি অভিভাবকরা ও শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের গুরুত্ব দিতে হবে।

তিনি (১ জানুয়ারি) রোববার সকাল ১১টায় নগরীর দরগাহ মহল্লাস্থ দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা সুলতানা, সহকারি শিক্ষক স্নিগ্ধা চক্রবর্তী, রোমানা আক্তার রীমা, ১নম্বর ওয়ার্ড সচিব সালমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ