৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ৩১ ডিসে ২০২২ ০৮:১২
সুরমাভিউ:- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কারাবন্দি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদলের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ যুবদল নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা যুবদলের আগামী ২ জানুয়ারি সোমবার পৌর ও ৩ জানুয়ারি মঙ্গলবার উপজেলায় ২দিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
২দিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণার লক্ষ্যে (৩১ ডিসেম্বর) শনিবার বিকাল ৪টায় নগরীর ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলা যুবদলের আওতাধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌর আহ্বায়ক কমিটির সুপার ফাইভদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, সিলেটে যে কোন মূল্যে ২দিনের বিক্ষোভ মিছিল সফল করবে যুবদল। যতো বাধা বিপত্তি আসুক না কেন সকল আন্দোলন সংগ্রামে যুবদলকে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সিলেট জেলা সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রটা হোসেন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, আলী আহমদ আলম, মকসুদুল করিম নুহেল।
উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সদর উপজেলার আহ্বায়ক আবুল হাসনাত, দক্ষিণ সুরমার আহ্বায়ক বাবর আহমদ রনি, ফেঞ্চুগঞ্জের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, জৈন্তাপুরের আহ্বায়ক বাহারুল আলম বাহার, কানাইঘাট উপজেলার আহ্বায়ক মো: সাজ উদ্দিন সাজু, বিয়ানীবাজারের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, গোলাপগঞ্জ পৌরের আহ্বায়ক এনামুল হক এনাম, কানাইঘাট পৌরের আহ্বায়ক রুবেল আহমদ, সদর যুগ্ম আহ্বায়ক আইনুল হক, ওসমানীনগর উপজেলার আহবাবুল হোসাইন আহবাব, জৈন্তাপুরের সোহেল আহমদ, জকিগঞ্জের মাসুম আলম, ফেঞ্চুগঞ্জের জয়ফুর রহমান পারভেজ, গোলাপগঞ্জ উপজেলার সালাউদ্দিন, পৌরের আব্দুল আজিজ মুন্না, কোম্পীগঞ্জের গিয়াস উদ্দিন, বিয়ানীবাজারের দৌলা হোসেন সুবাস, বিয়ানীবাজার পৌরের মো: নজমুল হোসেন, বালাগঞ্জ উপজেলার সেলিম আহমদ, গোয়াইনঘাটের খালেদ আহমদ, শাহ আলম, ওয়ারিছ উদ্দিন, হাবিবুর রহমান, আলী আহমদ, মন্টু কুমার নাথ, সাইফুল ইসলাম, এমদাদুর রহমান ইনজাদ, মো: মঈন উদ্দিন, বদরুল আলম, রাজু আহমদ, সেলিম আহমদ রনি, সাব্বির আহমদ, নুরুল ইসলাম রেজন, নিজামুল কাদির চৌধুরী লিপন, নুরুজ্জামান জুবেল, নুরুল কিবরিয়া, মফাজ্জল আলী প্রমুখ।
বিএনপির ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক তিনবারের নির্বাচিত সভাপতি, সাবেক এটর্নি জেনারেল বর্ষিয়ান নেতা এডভোকেট মাহবুব হোসেনের ইন্তেকালে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেখে শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766