রোটারি ক্লাব অব সিলেট সাউথের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ৩০ ডিসে ২০২২ ০৫:১২

সুরমাভিউ:-  রোটারি ক্লাব অব সিলেট সাউথের বার্ষিক সাধারণ সভা বুধবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান ইঞ্জিনিয়ার দীপক চক্রবর্তীর পরিচালনায়   রোটারি ক্লাব অব সিলেট সাউথের ২০২৩-২৪ খ্রিস্টাব্দের বোর্ড ঘোষনা করেন পিপি. রোটা. জোবায়ের আহমদ পিএইচএফ।

এতে রোটারিয়ান মোঃ জাবেদ আহমদকে প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার দীপক চক্রবর্তীকে সেক্রেটারি করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন ক্লাব ট্রেইনার রোটারিয়ান পিডিজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ এমপিএইচএফ, বিএমডি, ইঞ্জিনিয়ার দীপক চক্রবতী রোটারিয়ান যোবায়ের আহমদ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান হাফিজ কামরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আলী মঞ্জুর, রোটারিয়ান চৌধুরী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান নূর মোহাম্মদ আদনান, ট্রেজারার রোটারিয়ান সাইফুল আমান।

ডিরেক্টরসবৃন্দ হলেন পিপি. রোটা. জোবায়ের আহমদ পিএইচএফ (ক্লাব সার্ভিস), পিপি. রোটা. মোঃ আব্দুল মালিক সুজন আরএফএসএম (কমিউনিটি সার্ভিস), পিপি রোটারিয়ান মোঃ বদরুজ্জামান (ভোকেশনাল সার্ভিস), পিপি. রোটারিয়ান ড. রমা কান্ত ধর এমপিএইচএফ (ইন্টারন্যাশনাল সার্ভিস), পিপি. রোটা. আব্দুল মুহিত দিদার (ইয়ুথ সার্ভিস), সার্জেন্ট এ্যাট আর্মস রোটারিয়ান আলিম উদ্দিন, রোটারিয়ান মাহফুজুল হক, এডিটর রোটারিয়ান শাহ জুনেদ আলী, সাব এডিটর রোটারিয়ান পিপি আসাদুজ্জামান।

স্ট্যান্ডিং কমিটি চেয়ার-এর সদস্যবৃন্দ হলেন ক্লাব এডমিন রোটারিয়ান পিপি শাহ জুনেদ আলী, মেম্বারশিপ  পিপি. রোটা. মোঃ মতিউর রহমান (পিএইচএফ), পাবলিক রিলেশন পিপি. রোটারিয়ান মোঃ মতিউর রহমান (পিএইচএফ), সার্ভিস প্রজেক্ট পিপি. রোটারিয়ান এডভোকেট দীপক রঞ্জন দত্ত, দি রোটারি ফাউন্ডেশন  পিপি. রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী (পিএইচএফ)। (বিজ্ঞপ্তি)

এ সংক্রান্ত আরও সংবাদ