১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ৩০ ডিসে ২০২২ ১২:১২
এনামুল কবির মুন্না, দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলামের। স্বতন্ত্রপ্রার্থীর ভোট জোয়ারে জামানত হারাচ্ছেন নৌকার এই প্রার্থী। মোট বৈধ ৯ হাজার ৪৪ ভোটের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী পেয়েছেন ৭০৫ ভোট। জামানত রক্ষায় বৈধ ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১১ শত ৩০ ভোট পাওয়ার কথা থাকলেও কাঙ্ক্ষিত এই ভোটে অধিকারী হতে পারেননি তিনি।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে
দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাইফুদ্দীন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী হারুণ অর রশীদ (মটর সাইকেল) প্রতীকের ৩ হাজার ৯ ৬১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী খন্দকার মামুনুর রশীদ ২ হাজার ৭শত ৬৭ ভোট,ঘোড়া মার্কার প্রার্থী শাহ জামাল ১ হাজার ৩শত ৪৬ ভোট,চশমা প্রতীক নিয়ে হযরত আলী ২শত১১ভোট ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন ৫৪ ভোট পেয়েছেন। কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় তিনিও জামানত হারাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766