১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ৩০ ডিসে ২০২২ ১১:১২
সুরমাভিউ:- সিলেটে অবস্থানরত মৌলভীবাজার জেলাবাসীর প্রাণের সংগঠন মৌলভী বাজার সমিতি, সিলেট এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সরকারী মদন মোহন কলেজ মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক। গীতা পাঠ করেন সমিতির জীবন সদস্য এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী। অডিট রিপোর্ট পেশ করেন সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ মফিক।
অনুষ্ঠানে সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনারগণের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, এডভোকেট আব্দুল খালিক, হাজী এম এ মতিন ও নির্বাচন কমিশনার এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।
বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সমিতির জীবন সদস্য এম এ মতিন, কাজী আব্দুল জলিল খান, মাছুম আহমেদ চৌধুরী, রইছ উদ্দিন, হামিদা খান লনী, হাজী মো. রুস্তুম খান, মো. জহির হোসেন, আমিরুল ইসলাম সাহেদ, আবুল কাশেম উজ্জল, মো. আব্দুল ওয়াহিদ, আব্দুল খালিক, বাবুল সিদ্দিকী, মো. শহিদুর রহমান স্বপন।
বার্ষিক সাধারণ সভার ২য় পর্বে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালিক সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষনা করেন। কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সহ-সভাপতি প্রফেসার ডা. হেলাল উদ্দিন, মো. রুস্তুম খান ও লায়ন শামীম আরা বেগম বেবী, সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও মোহাম্মদ মফিক, অর্থ সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাস, প্রচার সম্পাদক শহিদুর রহমান স্বপন, ক্রীড়া সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সমাজকল্যাণ সম্পাদক মো. বাবুল সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. করিমা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম আশুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য হাজী এম এ মতিন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সৈয়দ মহসিন হোসেন, মিজানুর রহমান খোকন, সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট।
সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার সমিতির উপদেষ্ঠা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে কৌশল বিনিময় করেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক বন্ধন ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়, সমাজের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। কল্যাণমুখী কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মৌলভীবাজার সমিতির বিগত দিনের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766