নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার জেলায় দ্বিতীয় সর্বোচ্চ আয়কর প্রদান করায় শ্রেষ্ঠ করদাতা হিসেবে মৌলভীবাজার জেলায় দ্বিতীয় স্থানে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সিলেটের একটি কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ী কুতুব উদ্দিন আহমেদের হাতে শ্রেষ্ঠত্বের সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জাতীয় রাজস্ব বোর্ড আয়কর অণু বিভাগ এর আওতাধীন কর অঞ্চল সিলেটের পর্যবেক্ষণে শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক কুতুব উদ্দিন আহমদকে সেরা করদাতার সম্মান দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।
এছাড়ও আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ীগণ, ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কুতুব উদ্দিন আহমেদ দীর্ঘদিন যাবত সততা ও নিষ্ঠার সাথে ঠিকাদারি ও বিভিন্ন কোম্পানির ডিলারের ব্যবসা করে আসছেন। তিনি সরকারকে সঠিকভাবে কর দেওয়ার পাশাপাশি সমাজে বিভিন্ন পর্যায়ে দুঃস্থ অসহায় মানুষদের সহযোগিতাও করেন।