মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাতপুর এলাকা থেকে শাহানুর রহমান শান(৪৭) নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার এসআই রতন কুমার হালদার, এসআই কাঞ্চন দাস, এএসআই মাহবুবুল আলম, এএসআই সাইদ হোসেন, এএসআই নুরুলসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর এলাকা থেকে আসামী শাহানুরকে গ্রেফতার করতে সক্ষম হন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহানুর রহমান জিআর ২৬৬/১৬ (সদর) মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান,গ্রেফতারকৃত শাহানুর রহমান এর বিরুদ্ধে অস্ত্র, খুন, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।