৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ৩০ ডিসে ২০২২ ০৬:১২
সুরমাভিউ:- ভোট ডাকাতির ৪ বছর পূর্তিতে কালো দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৩০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্য্যেতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মামুন বেপারি, ইউসুফ আহমদ, জাহেদ আহমদ, ইমরান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে সীল মেরে জনসমর্থনহীন অবৈধ সংসদ ও সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ক্ষমতায় এসে জনগণের প্রতি নূন্যতম দায়িত্ব পালন না করে দেশকে দুর্নীতি ও লুটপাটের এক মৃগয়াক্ষেত্রে পরিণত করেছে। দ্রব্যমূল্য, পানি-বিদ্যুৎ-জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। ধনী-দরিদ্র বৈষম্যের অনুপাত রেকর্ড ছাড়িয়েছে। পাটকল-চিনিকল বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে পথে বসিয়েছে। আবার গণরোষ ঠেকাতে বেছে নিয়েছে দমনের পথ। যেকোন বিরোধী মতকে দমন-পীড়ন করে স্তব্ধ করা হচ্ছে।
নেতৃবৃন্দ, এই ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রমী ঐক্য জোরদার করে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান জানান। নেতৃবৃন্দ, গণতন্ত্র-ভোটাধিকার রক্ষার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766