মৌলভীবাজারে বৈশাখী টিভির জন্মদিন উদযাপন

প্রকাশিত:বুধবার, ২৮ ডিসে ২০২২ ১১:১২

নিজস্ব প্রতিবেদক:-  র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে।
এ উপলক্ষে মঙ্গলবার ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা ইমজার সাবেক সভাপতি এডভোকেট রাধা পদ দেব সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: জাকারিয়া, মৌলভীবাজার প্রেসক্লাব সহ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রেসক্লাব সম্পাদক পান্না দত্ত, ইমজার সভাপতি তমাল ফেরদৌস দুলাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বৈশাখী টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী।
পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালীও বের করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ