জেবুন্নেছা হক ও নাদেল কে সিলেট জেলা ও মহানগর আ’লীগের অভিনন্দন

প্রকাশিত:বুধবার, ২৮ ডিসে ২০২২ ০৪:১২

সুরমাভিউ:-  বাংলাদেশ প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সিলেটের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তৃণমূল থেকে উঠে আসা মাটি ও মানুষের নেত্রী, নারী অধিকার আন্দোলনের নেত্রী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল দ্বিতীয় বারের মত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

এক অভিনন্দন বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন নবনির্বাচিত প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদক উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২২-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের মাধ্যমে পুণরায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ