আবু তালহা তোফায়েল:- গোয়াইনঘাটে শীতার্ত মানুষের মাঝে আর্ত মানবতায় নিয়োজিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
২৮ ডিসেম্বর (বুধবার) বিকাল ৩টায় গোয়াইনঘাটের লেঙ্গুড়া মাদ্রাসা প্রাঙ্গণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কম্বল প্রায় সাড়ে ৩’শ হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়।
বিতরণে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা হেলাল আসহাব কাসেমী, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ইরফান আলী, মাওলানা মুস্তাকিম বিল্লাহ রুবেল, মতিউর রহমান ও ছাত্রনেতা আব্দুল্লাহ বিন দুলালসহ আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধিরা।