জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা আকমল হোসেন আর নেই

প্রকাশিত:মঙ্গলবার, ২৭ ডিসে ২০২২ ০৯:১২

সুরমাভিউ:-  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন আর নেই। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা, উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সফল সভাপতি আকমল হোসেন আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের সময় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের জন্য গত বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন ঢাকায় গিয়েছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ