শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, গাড়ির চাকায় পিষ্ট গন্ধগোকুল

প্রকাশিত:সোমবার, ২৬ ডিসে ২০২২ ০৩:১২

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন। অপর এক ঘটনায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে একটি গন্ধগোকুল মারা গেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ভোর বেলা শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে একটি গন্ধগোকুল মরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়। পরে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন গিয়ে মৃত গন্ধগোকুলের মৃতদেহ উদ্ধার করে মাঠি চাপা দেয়। বন্যপ্রাণি সেবা পাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ভোরে অথবা শেষ রাতে গন্ধগোকুলটি চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যেতে পারে। কিছুদিন পরপর এরকম ঘটনা ঘটে।

বন্যপ্রাণিরা খাবারের সন্ধ্যানে বন থেকে বের হয়ে লোকালয়ে বেরিয়ে এসে বিভিন্ন কারণে মারা যাচ্ছে। মানুষের চোখে পড়লে আমরা খবর পেয়ে লোকালয় থেকে এসব প্রাণি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে আসছি। অপর দিকে রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ইউছুবপুর সুরমা মার্কেট এলাকায় একটি অগজর সাপ দেখে স্থানীয়রা অতঙ্কিত হয়ে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

পরে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সোমবার অজগর সাপটিকে উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।

এ সংক্রান্ত আরও সংবাদ