মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মখলিছ মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মখলিছ পৃথিমপাশার গণকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই আবদুল আলিম, এএসআই তপন দেব, তাজুল ইসলাম, রায়হান, রুমান মিয়া ও নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রবিবার সন্ধ্যায় পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ মখলিছকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মখলিছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি শেষে সোমবার মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।