হোটেল শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সফলে প্রচার মিছিল

প্রকাশিত:রবিবার, ২৫ ডিসে ২০২২ ০৬:১২

সুরমাভিউ:-  সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ১৯৩৩) এর মহানগর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সফলে নগরীতে প্রচার মিছিল বের কর হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় মহানগর কমিটির উদ্যোগে নগরীর তালতলা পয়েন্টের জেলা কার্যালয়ে সামন থেকে প্রচার মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

হোটেল শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির সভাপতি এম সফর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জায়েদ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ১৯৩৩) এর সহ সভাপতি মো. ইউসুফ জামিল, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম উজ্জ্বল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. বশির আহমদ, মহানগর কমিটির অর্থ সম্পাদক মোজাম্মেল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহপরান থানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মুজিব, দক্ষিণ সুরমা থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সাগর বিশ্বাস, মো. শিরিন মিয়া, এয়ারপোর্ট থানা কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, মো. মনু মিয়া, মো. রাজু আহমদ, মহানগর কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অন্তর ইসলাম জাবেদ, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক, দপ্তর সম্পাদক মো. আফজল, জেলা কমিটির প্রচার সম্পাদক মো. আখিল হোসেন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা বলেন, দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদেরকে সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে শ্রমিক শ্রেণির নেতৃত্বে দেশব্যাপী প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আশা করি মহানগর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে যারাই নেতৃত্বে আসবেন, তারা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করে যাবেন। বক্তারা শ্রমিক অধিকার আদায়ে সকল আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ