সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে ধাবিত করে : সাবেক সচিব অর্ণব আশিক

প্রকাশিত:রবিবার, ২৫ ডিসে ২০২২ ১১:১২

সুরমাভিউ:-  সাবেক সচিব বিশিষ্ট কবি অর্ণব আশিক বলেছেন, সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে ধাবিত করে, মানবিক হতে শেখায়। বর্তমান যান্ত্রিক সময়ে সাহিত্য চর্চার মাধ্যমেই আবেগ অনুভুতি জাগিয়ে তোলা সম্ভব। সিলেট সাহিত্য পরিষদ ২৫বছরে পদার্পন রীতিমত একটি ইতিহাস। আগামী দিনে সাহিত্য পরিষদের যাত্রা আরো বেগবান হবে বলে আমার বিশ্বাস।

তিনি রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজার নজরুল একাডেমী মিলনায়তনে সিলেট সাহিত্য পরিষদ এর দুই যুগ পুর্তি ও “মনন” এর একাদশ সংখ্যার প্রকাশনা উপলক্ষে লেখক প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে প্রীতি সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব, বিশিষ্ট ছড়াকার বিধু ভূষণ ভট্টাচার্য্য, নাট্যজন কবি বাবুল আহমদ।

গীতি কবি হরিপদ চন্দের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন তালুকদার।

প্রীতি সম্মিলনে বক্তব্য রাখেন অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, হৃষিকেশ রায় শংকর, ধ্রুব গৌতম, লুৎফুর রহমান, হিমাংশু রায় হিমেল, রানা কুমার সিংহ, চন্দ্র শেখর দেব, পরিতোষ বাবলু, অজিত রায় ভজন, মাসুদা সিদ্দিকা রুহী, তপন মজুমদার, শ্রাবনী দাস বীথি, কামাল আহমদ, অনিরুদ্ব রায় পরাগ, শতাব্দী দাস, প্রণবকান্তি দেব, অমিতা বর্দ্ধন, হীরামোহন রায় প্রমুখ। পরে অতিথিবৃন্দ “মনন” এর একাদশ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ