মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহীর মৃত্যু

প্রকাশিত:রবিবার, ২৫ ডিসে ২০২২ ০৯:১২

নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের কমলগঞ্জে  মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে সজল মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে এ ঘটনাটি ঘটলে প্রথমে মোটরসাইকেল আরোহীর ডান পা ভেঙে পায়ের হাড় বেরিয়ে পরে।
পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেটে নেওয়ার পর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত সজল উপজেলার লঙ্গুরপার গ্রামের লোকমান মিয়ার ছেলে। দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক থাকায় এখনও নাম ঠিকানা জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ