নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে এখন থেকে স্বপ্ন দেখতে হবে : কুতুব আল ফরহাদ

প্রকাশিত:রবিবার, ২৫ ডিসে ২০২২ ০৯:১২

সুরমাভিউ:-  বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সাধারন সম্পাদক ছাত্রনেতা কুতুব আল ফরহাদ বলেছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে এখন থেকে বড় বড় স্বপ্ন দেখতে হবে। যারা ছোট থেকে স্বপ্ন দেখেছিলেন তারা সমাজের সফলতার উচ্চ শীখরে পৌঁছেগেছেন। যারা দাখিল ও এস. এস.সি উত্তীর্ণ হয়েছেন কলেজ ক্যাম্পাসে খুব সতর্কে থাকতে হবে।আমাদের শিক্ষা ব্যবস্থা আজ ক্ষতিগ্রস্থ।ভ্রান্ত মতবাদের যে শিক্ষা প্রণয়ন করা হয়েছে তা আমরা মানতে পারিনা।
২৪ডিসেম্বর২০২২লালাবাজার ইউনিয়ন তালামীযের উদ্যোগে আয়োজিত দাখিল ও এস. এস.সি সমমান উত্তীর্ণ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালাবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল মুমিন রাজু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম ও মারজান হুসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান।
বর্তমান নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থাকে  উদ্দেশ্য তিনি বলেন আমি একজন সরকারের প্রতিনিধি কিন্তু যদি ঈমান রক্ষার ডাক আসে তাহলে দায়িত্ব ছেড়ে আন্দোলনে যাপিয়ে পড়ব।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি, ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি মাওঃইমাদ উদ্দীন, লালাবাজার ইউনিয়ন আল-ইসলাহ সভাপতি মাওঃখাইরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মাওঃনুরুল হুদা শামীম, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি হুসাইন আহমদ রাজন, দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি হাঃআব্দুর রাজ্জাক সাজু, অলংকারী ইউনিয়ন তালামীযের সভাপতি সাইদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমদ, দায়ীত্বশীল রায়হান আহমদ, এনামুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের জীবনকে উজ্জ্বল করে তোলার দিক নির্দেশনামুলক  বক্তব্য রাখেন। এছাড়া এদেশের বর্তমান বিদ্বেষমুলক শিক্ষা ব্যবস্থা কে দীপ্তকন্ঠে প্রতিবাদ জানান, বিজাতীয় বিদ্বেষাপন্ন নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা এদেশের মানুষ কখনো মেনে নিবে না,আমরা আন্দোলনের জন্য প্রস্তুত আছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ