সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৪ ডিসে ২০২২ ০৮:১২

সুরমাভিউ:-  সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ২টায় ইউনিয়নের জিন্দাবাজার সমবায় ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী রুনু মিয়া মঈন।

কমিটির কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইনছান আলী, সদস্য ফয়জুল ইসলাম, সৈয়দ মকদ্দস আলী, সাহাব উদ্দিন সাবু, মো. শাহিদ আহমদ, মো. আব্দুল হক, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন, মাহবুবুর রহমান, শফিক আহমদ, আব্দুস ছালাম, ইউনিয়নের মোগলাবাজার শাখার সম্পাদক মো. রুবেল আহমদ, দরবস্ত শাখার সম্পাদক মো. দুলাল আহমদ, কোর্ট পয়েন্ট শাখার সভাপতি মো. শফিক আহমদ, সম্পাদক ওসমান গনি, জুবেল আহমদ, ফয়ছল আহমদ, আব্দুর রশিদ, বদরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ২০১৮ সালে ইউনিয়ন রেজিষ্ট্রেশন লাভ করার পর থেকে সর্বস্থরের শ্রমিকবৃন্দের সার্বিক সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত রয়েছে। সভায় বক্তারা বলেন, কতিপয় দৃষ্কৃতিকারী শাহাব উদ্দিন কর্তৃক দায়ের করা ০২/২০২২ ইংরেজিতে ৪৮ কোটি ৯৪ লক্ষ টাকার একটি মিথ্যা মামলা দায়ের করে। মাননীয় শ্রম আদালত কোন প্রমাণ না পাওয়ায় উক্ত মামলা থেকে রুনু মিয়া মঈন সহ অন্যদের অব্যাহতি দেন এবং মাননীয় আদালত কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত ও নির্বাচন চেয়ে করা ইনজানশন ১৬/২২ মামলা থেকেও নেতৃবৃন্দকে অব্যাহতি দেয়ায় সভায় বক্তারা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আরো বলেন, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের কল্যাণে কাজ করে বলেই আদালত এই রায় দিয়েছেন। সভায় আগামী ০১/০১/২০২৩ ইং তারিখের পর সকল পুরাতন কার্ড বাতিল করে নতুন সদস্য নবায়ন করে মাসিক চাঁদা আদায়ের সিদ্ধান্ত গ্রহীত হয় এবং সদস্যদের নতুন কার্ড দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ