১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ ডিসে ২০২২ ০৬:১২
স্টাফ রিপোর্টার:- সুনামগঞ্জ সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও সূচনা কর্মসূচির সহযোগিতায়
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, কুরবান নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, রঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ রশিদ আহমদ, কাঠর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, সূচনা কর্মসূচী ম্যানেজার মোঃ শাহিনুর হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা।
এসময় আলোচনা সভায় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শরিফুল আবেদীন কমল পুষ্টি বিষয়ে উপস্থাপন করেন।
এসময় বক্তারা বলেন পুষ্টি সম্পর্কে আমাদের সবার জানা প্রয়োজন। একটি শিশু সঠিক পুষ্টি যদি পায় তাহলে তার মেধার বিকাশ গঠবে। মাতৃত্বকালীন সময়ে গর্ভবতী মাকে সুষম ও পুষ্টি সম্বৃদ্ধ খাবার দিতে হবে। মায়ের গর্ভ থেকে শুরু করে শিশু জন্মের ২ বছরের মধ্যে শিশুকে পুষ্টিকর খাবারে খাওয়ালে সেই শিশু সুন্দর করে বিকশতি হয়ে উঠবে। প্রতিটি গ্রামে গিয়ে নারীদের নিয়ে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766