ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’র পূর্ব চৌকিদেখী ইউনিট কমিটি গঠন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ ডিসে ২০২২ ০৯:১২

সুরমাভিউ:-  শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে পূর্ব চৌকিদেখী ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব চৌকিদেখী এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (রেজি নং- ১২০৬৮) সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক পত্রে মো. রনি আহমদকে সভাপতি ও মুমিন হোসেন মাজুকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মঈনউদ্দীন, ফারজানা আক্তার তুলি, ওসমান আহমেদ, মো. তাজুল ইসলাম, রবিউল শেখ, জুম্মন আহমদ, নাঈম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, আহাদ আহমদ, প্রচার সম্পাদক শারমিন আক্তার, দপ্তর সম্পাদক জুঁই আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাইবা আক্তার তারিন, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মারুফ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সজিব আহমেদ, ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক রমজান শেখ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক সায়মন আহমদ, সদস্য মো. সাকিব আহমেদ, ঈমন আহমদ, নুসাইবা আক্তার, কাইয়ুম আহমদ, মুন্নি আক্তার, রায়হান আহমেদ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ