সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের সুস্থতা কামনায় সিলেটে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত:বুধবার, ২১ ডিসে ২০২২ ০৬:১২

সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, কারারুদ্ধ যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

(২১ ডিসেম্বর) বুধবার বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগরের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি।

সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-আনোয়ার হোসেন মানিক, আখতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, সুহেল মাহমুদ, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ইসহাক আহমদ সহ জেলা ও মহানগর যুবদলের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ