৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২০ ডিসে ২০২২ ০৭:১২
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথে এক প্রেমিক যুগলকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, দিনাজপুরের হাকিমপুর থানার বড়শাল পুকুরিয়া গ্রামের গার্মেন্টসকর্মী মহসিন আলীর স্ত্রী মেরিনা ইয়াসমিন (২৬)। সে বেশ কিছু দিন ধরে টিকটকে পরিচয় হয় সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিন (১৯)। এর সাথে পরে তাদের উভয়ের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।
এদিকে, মেরিনা ইয়াসমিন দুই সন্তানের জননী। তিন চারদিন পূর্বে প্রেমের টানে দুই শিশু সন্তান ও স্বামীর সংসার ত্যাগ করে দিনাজপুর থেকে চলে আসে বিশ্বনাথে।
খবর পেয়ে (১৯ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় স্বামী মহসিন আলী দুই শিশু সন্তান নিয়ে বিশ্বনাথ থানায় এসে অভিযোগ করলে প্রেমিক জসিম উদ্দিন ও মেরিনাকে থানায় নেয়া হয়।
এ ব্যাপারে কথা হলে থানার এসআই জাকির হোসেন বলেন, মোবাইলে টিকটকের মাধ্যমে দু’জনের পরিচয়ে প্রেমের সূত্রপাত হয়। পরে সন্তান ও স্বামীর সংসার ছেড়ে চলে আসে প্রেমিক জসিম উদ্দিনের কাছে।
আজ মঙ্গলবার দুপুরে দু’জনকে আদতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766