১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৯ ডিসে ২০২২ ১২:১২
মেসির প্রথমবার বিশ্বকাপ জয়, সেই সাথে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান হলো ১৮ ডিসেম্বর। নিশ্চয়ই মেসির জীবনে দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জীবনে তার অর্জন কম নয় কিন্তু এই অর্জনের কাছে আর সব অর্জন ম্লান। সারা জীবনের আরাধ্য যে বিশ্বকাপ ট্রফি সেটা এখন মেসির হাতে।
এ কথা সবাই জানে, মেসির খুব কাছের বন্ধু নেইমার। বন্ধুর এমন অর্জনে নেইমার খুব খুশি হবেন সেটাই স্বাভাবিক। যে ক্ষত নিয়ে নেইমার বিশ্বকাপের মঞ্চ ছেড়েছেন সেটার দগদগে ঘা শুকানোর কথা না। কিন্তু প্রিয় বন্ধুর অর্জন বলে কথা। সব ভুলে মেসিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি নেইমার।
গতকাল জয়ের পর ইনস্টাগ্রামে মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন নেইমার। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি যখন গোল্ডেন বল হাতে ট্রফি ছুঁয়ে দেখছিলেন, সেই সময়কার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন, ভাই।’
মেসির বিশ্বকাপ জয়ে আনন্দ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও। নেইমারের পোস্টে পাঁচটি হাততালির ইমোজিতে অভিনন্দন জানিয়েছেন তিনি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766