জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ১৭ ডিসে ২০২২ ০৮:১২

সুরমাভিউ:-  মহান বিজয় দিবস উপলক্ষ্যে জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়ায় বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও শিক্ষক শারমিন জাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ছয়েফ খান, প্রতিষ্ঠাতা সদস্য আহমদ আফজল সিরাজ পাবেল, অভিভাবক সদস্য মো. সুলেমান মিয়া ও মো. শওকত আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক বিধান রঞ্জন ধর। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, ডালিয়া শাহানা, শিপ্রা রায়, কামরুন নাহার শাপলা, সপ্না পাল, দিপংকর রায়, মাছুম আহমদ, বুশরা খানম, মোশারফ হোসেন, খালেদা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ