শহীদ সুলেমান স্মৃতি ৩৯তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ১৭ ডিসে ২০২২ ০৮:১২

সুরমাভিউ:-  সিলেট-৩ আসনের এমপি হাবিবু রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাত করে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। ঝরে যাওয়া শিক্ষার্থীর হার কমে যাচ্ছে। বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতা জন্ম হয়। এতে মেধা বিকাশ ঘটে। দক্ষিণ সুরমা অন্যতম সংগঠন আনন্দ খেলাঘর আসর ৩৯ বছর ধরে শহীদ সুলেমান স্মৃতির আয়োজন করে অত্র এলাকায় প্রশংসিত হয়েছে। তিনি অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তবানদের মেধা বিকাশে এগিয়ে আসার আহবান জানান।

এমপি হাবিব ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আনন্দ খেলাঘর আসর দক্ষিণ সুরমা সিলেট আয়োজিত শহীদ সুলেমান স্মৃতি ৩৯তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শহীদ সুলেমান স্মৃতি ৩৯তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামীমা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি দেওয়ান মাহমুদুর রাজা চৌধুরী, সাংবাদিক সাহেদ আহমদ শান্ত।

শহীদ সুলেমান স্মৃতি ৩৯তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির বৃত্তি পরীক্ষার  সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সফির আহমদ কামাল সঞ্চালনায় ও সচিব মঈন উদ্দিন খোকন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনন্দ খেলাঘর আসরের সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ওয়েছ। বক্তব্য রাখেন শহীদ সুলেমানের ছোট ভাই বোরহান হোসেন, গোলাম রব হাছনু, শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনন্দ খেলাঘর আসরের পাঠাগার সম্পাদক সাইফ হাসান।

শহীদ সুলেমান স্মৃতি মেধা ভিত্তিক ৩৯তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রাথমিক ও জুনিয়র পর্যায়ে বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৪৯ জন ও ৩৬ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ