স্কলার্সহোম মেজরটিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত:শুক্রবার, ১৬ ডিসে ২০২২ ০৯:১২

সুরমাভিউ:-  স্কলার্সহোম মেজরটিলা কলেজে আজ ১৬ ডিসেম্বর ৫১তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ দিনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

কলেজ শাখার প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নাহিদা খান।

এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ রাজন সরকার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজ শাখার প্রভাষক আবুল কালাম আজাদ, প্রাথমিক শাখার শিক্ষিকা তমালিকা তালুকদার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ধ্রুব রায়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হক বলেন, ‘আজ ১৬ ডিসেম্বর, এদিন আমরা আমাদের করে পেয়েছিলাম চিরদিনের চিরসবুজ বাংলাদেশ। আজকের দিনে আমরা পেয়েছিলাম রক্ত আর অশ্রুতে ভেজা বহু প্রতীক্ষিত বিজয়। সকল ত্যাগের একটাই কারণ ছিল, সুন্দর সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। শহিদের ত্যাগ তিতিক্ষা তখনই সার্থক হবে যখন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব।’ তিনি ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত নারী এবং সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অতঃপর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাধ্যক্ষ ও কলেজ ইনচার্জ মহোদয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ