সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত:শুক্রবার, ১৬ ডিসে ২০২২ ০৬:১২

সুরমাভিউ:-  আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালী জাতির বীরত্ব গাঁথার ইতিহাস রচিত হয়েছিল যার মধ্য দিয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়ে ছিল বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের।

৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করাসহ যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে যথাক্রমে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, পুলিশ লাইন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে “স্মৃতি ৭১” গভীর শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ