নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
শুক্রবার ১৬ ডিসেম্বর ভোরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
স্মৃতিসৌধ বেদীতলে ও গণকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলা উদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেনসহ মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামীলীগ, বিএনপি, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, সরকারি মহিলা কলেজ, জেলা আইনজীবী সমিতি, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, ব্যাংক অফিসার্স ক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, জাপা, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী,বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা, হামদর্দ, বাংলাদেশ মহিলা পরিষদ, মৌলভীবাজার ডিবেটিং ক্লাব, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।