বিজয় দিবসে মুক্তাক্ষরের বৃন্দ আবৃত্তি পরিবেশন

প্রকাশিত:শুক্রবার, ১৬ ডিসে ২০২২ ০৬:১২

সুরমাভিউ:-  মুক্তির সংগ্রাম মানে ১৬ ডিসেম্বর। শহিদদের আত্মত্যাগে বাংলাদেশকে পাওয়ার দিন ১৬ ডিসেম্বর। ৫১তম বছরের বিজয় দিবসের দিনে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের মঞ্চে।

বিকেল ৪ টায় সিলেটের বিভিন্ন সংগঠনের পরিবেশন উপভোগ করে শতশত দর্শক শ্রোতা। দলগত অনুষ্ঠানে দ্বিতীয় পরিবেশন নিয়ে উপস্থিত হয় আবৃত্তি সংগঠন  মুক্তাক্ষর।

বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় প্রিয়াশ্রী কর পিউ’র সঞ্চালনে বিভিন্ন কবির কবিতায় আবৃত্তি পরিবেশন করে গুলজার, ইয়াসিন, বিথী, মিম, ঐশিকা, মনিষা, রাইসী, মন্ত্র, শুচি ও আফসানা।

এ সংক্রান্ত আরও সংবাদ