দোয়ারাবাজার, প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। শুক্রবার ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়।
উপজেলা দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
প্রথমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মহিলা পরিষদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বধ্যভুমি ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল।
সকাল সাড়ে ৮টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে।
এসময় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনো অনেক বধ্যভূমি রয়েছে তা সংরক্ষিত নয়। সেসব বধ্যভুমির শহীদদের সঠিক তথ্য নতুন প্রজন্ম জানতে চায়। নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী, দোয়ারাবাজার সহকারী (ভূমি) কমিশনার ফয়সাল আহমদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফর আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লালা মিয়া, এস আই মিজানুর রহমান, এ এস আই নূর মোহাম্মদ প্রমুখ।