ওসমানী হাসপাতালে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত:শুক্রবার, ১৬ ডিসে ২০২২ ০৮:১২

সুরমাভিউ:-  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ নানা কর্মসূচি পালন করে। এতে হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিলো শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় যথাযথ নিয়মে জাতীয় পতাকা উত্তোলন, ৬টা ৪৫ মিনিটে মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ৭টায় হাসপাতাল ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ১০টায় ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

ডিসপ্লেতে ছিলো- স্বাধীনতার বিভিন্ন ধরনের চিত্র, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, কোভিড-১৯ সংক্রান্ত কার্যক্রম ও মন্ত্রণালয়ের অর্জনসমূহ।

দুপুর ১২টার দিকে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জুম্মার নামাজের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে হাসপাতালে বহির্বিভাগে দিনব্যাপী নানা পরীক্ষাসহ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার ও হাসপাতাল ক্যাম্পাসের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনা‌রেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, ডা. মোহাম্মদ সুহেল আল রাফি, সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, নার্সিং সুপারভাইজার কুমারী রুবি রাণী সাহা, (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা মো. জসিম উদ্দিন সরকার, মো. গোলাম রাব্বানী, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেক, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ, বিএনএ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি (সিলেট বিভাগ) শামীমা নাসরিন, সহসভাপতি (সিলেট মহানগর) মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) অরবিন্দ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট মহানগর) তৃষ্ণা তেরেজা ডি কস্তা, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সুলেমান আহমদ, নার্সিং অফিসার ভ্রান্তি বালা দেবী, সুমন চন্দ্র দেব, পিএ-টু (পরিচালক) রুহুল আমিন, নার্সিং কর্মকর্তা আছমা আক্তার খানম, বিপাশা দেবনাথ ও মো. কিবরিয়া, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমীর চন্দ্র দাস ও সরলতা টুডু, সাইফুল মালেক খান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়াসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ