বালাগঞ্জে আ.স.ম মিসবাহ’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ ডিসে ২০২২ ০৮:১২

সুরমাভিউ:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বালাগঞ্জে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে স্থানীয় শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধায় উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আ.স.ম মিসবাহ।

মুক্তিযুদ্ধ মঞ্চ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেক আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ, যুবলীগ নেতা লাহিনুর রহমান লাহিন, পূর্বগৌরীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন কালাই, আত্তর আলী, আব্দুস ছালিক, হাজ্বী আব্দুর রশীদ, মুক্তিযুদ্ধ মঞ্চ বালাগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জাগির, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন, সুজয় দাস, টিপু আহমদ, সানুর আহমদ, আব্দুল আহাদ, জাহেদুল ইসলাম, মনিন্দ্র সূত্রধর, আশরাফুল ইসলাম পারভেজ, মো. সালাউদ্দিন প্রমুখ।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ