৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ ডিসে ২০২২ ১১:১২
সুরমাভিউ:- প্যারিস প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও সামাজিক ব্যক্তিত্ব বাবু শ্রী সুব্রত ভট্টাচার্যকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ই ডিসেম্বর) বাদ এশা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে হৃদয়ের চিরসাথী, সুহৃদ ভাই ও বন্ধুদের পক্ষ থেকে ভালোবাসার নিদর্শনস্বরূপ বাবু সুব্রত ভট্টাচার্যকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই সম্মাননা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি বাবু শ্রী সুব্রত ভট্টাচার্য বলেন, আমাদের প্রবাসিদের সাথে সিলেটের নাঁড়ির টান রয়েছে। আমরা প্রবাসে যে জায়গায় থাকিনা কেন, আমাদের মন সিলেটে রয়ে গেছে। সিলেটসহ দেশের বিপদেআপদে আমাদেরও ব্যথিত করে।
দেবাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে ও কল্লোল জ্যোতি বিশ্বাস জয়ের পরিচালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রবাসীরা সিলেটবাসীর গর্ব। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই হৃদয়ের চিরসাথী’র পক্ষ থেকে আজকের এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আমাদের আনন্দিত করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশীষ চক্রবর্ত্তী, মোঃ মুজিবুর রহমান স্বাধীন, রাজেশ চক্রবর্তী রাজু, মানিক খান, আব্দুল্লাহ শফি সাইদ সাহেদ, মোঃ আসাদুল হক আসাদ, সুমন চক্রবর্তী, মনোজ দেব, দিলাজ আহমদ, রাজু আহমদ ইফতি প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766