৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ ডিসে ২০২২ ১০:১২
সুরমাভিউ:- ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার মিঃ প্রণয় ভার্মা সস্ত্রীক সিলেট সফরকালে গত ১৪ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৪টায় উমেশ চন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার মিঃ প্রণয় ভার্মা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।
উমেশ চন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের সভাপতি প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায় এর সভাপতিত্বে ও সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস ভার্মা, মিসেস জয়সওয়াল, সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, প্রফেসর এস.কে পাল, ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, উত্তরা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম নীরেশ চন্দ্র দাশ প্রমুখ সহ ছাত্রাবাসের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
ছাত্রাবাসের ছাত্র সৌরভ রায় এর গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রাবাসের ছাত্রী তৃয়া দাস পুরকায়স্থ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়ীতা তালুকদার তিথি। ছাত্রাবাসে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। শেষে অতিথিবৃন্দকে সান্ধ্য জলযোগে আপ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766