উপজেলা সাংগঠনিক সম্পাদকবৃন্দের সাথে জেলা জমিয়তের মতবিনিময়

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ ডিসে ২০২২ ১১:১২

সুরমাভিউ:-  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার আসন্ন ৩১ ডিসেম্বর কর্মী সম্মেলন সফল করতে জেলার অন্তর্ভুক্ত উপজেলা সাংগঠনিক সম্পাদকবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা আজ বাদ জোহর বন্দরবাজারস্হ জমিয়ত অফিসে অনুষ্ঠিত হয়।

জেলা জমিয়তের  অন্যতম সহ সভাপতি মাওলানা শায়খ আবদুল মতিন নাদিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমদ ক্বাসিমীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আবদুল গফফার ছয়গরী।

দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা  সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক ক্বাসিমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সাংগঠনিক সম্পাদক  মাওলানা সাইফুল হক, গোয়াইনঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, কানাইঘাট উপজেলা  সহ সভাপতি মাওলানা আবদুল খালিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালিম উদ্দিন, উসমানীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান খান, বিয়ানীবাজার উপজেলা সহ  সাংগঠনিক সম্পাদক  মুফতি এবাদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম, সদর উপজেলা প্রতিনিধি মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

সভায় আগত সম্মেলন বাস্তবায়নে বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়নের প্রস্তাব গৃহীত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ