১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৪ ডিসে ২০২২ ১০:১২
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমার মুছারগাও গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে উপজেলার নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ মৃত্যুকালে ১ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাইফুল আলম, আলফাজ উদ্দিন, সানাওয়ার আলী, আব্দুশ শহীদ, আসাদ উদ্দিন, কাউন্সিলর মো. ধন মিয়া, মো. আব্দুল নুর, নুরুল আমিন, মো. জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনসার আহমদ, সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ সেলিম, সাবেক কাউন্সিলর আশিক আহমদ।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766