শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে আলোচনা সভা

প্রকাশিত:বুধবার, ১৪ ডিসে ২০২২ ০৭:১২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর  সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।

এতে স্বাগত বক্তব্য রাখেন  কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  আকবর রেদওয়ান মনা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ , উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন, উপজেলা ই-সার্ভিস অফিসার  নাঈম হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান  ইকবাল হোসাইন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ