প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

প্রকাশিত:বুধবার, ১৪ ডিসে ২০২২ ০১:১২

কাতার বিশ্বকাপের সেমিফাইনালপর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বর্তমান রানারআপ দল ক্রোয়েশিয়া। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। এর মাঝেই লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ গোলে এগিয়ে গেল আলবিসেলেস্তেরা।

লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। কিন্তু আক্রমণে একচ্ছত্র আধিপত্য রেখেছে আর্জেন্টিনা। পুরো ম্যাচের ৪০ শতাংশ সময় নিজেদের কাছে বল থাকলেও একের পর আক্রমণে চালিয়েছেন মেসিরা। তারা প্রতিপক্ষের গোলবারে মোট শট নিয়েছে চারটি। আর গোল পেয়েছে দুটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৬০ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছে ক্রোয়েশিয়ানরা। কিন্তু আক্রমণে ধার ছিল না তাদের। অফটার্গেটে দুটি শট নিলেও অনটার্গেটে ছিল না কোনো শট।

আর্জেন্টিনা একাদশ: ফরমেশন (৪-৩-৩):

এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পারেদেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

কোচ: লিওনেল স্কালোনি

ক্রোয়েশিয়া একাদশ: ফরমেশন (৪-৩-৩):

ডোমিনিক লিভাকোভিচ, জসকো জিভার্ডিওল, ডেজান লোভরেন, সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদরিচ, পাসালিচ, ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিক।

এ সংক্রান্ত আরও সংবাদ