গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্টিত

প্রকাশিত:বুধবার, ১৪ ডিসে ২০২২ ১০:১২

সুরমাভিউ:-  ১৩ই ডিসেম্বর রোজ মঙ্গলবার গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। সমিতির সেক্রেটারী নেছার আহমেদ শামীমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও আটাবের ভাইস প্রেসিডেন্ট ইসমাল হোসেন কয়েস। প্রাণবন্ত সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে ২০২৩-২৫ কার্যকালীন পরিষদ গঠনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এতে আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্কাইলিংক ট্রেভেলসের পরিচালক মজিদ আহমদ এবং সদস্য সচিব হিসাবে আছে আদিল এয়ার সার্ভিসের পরিচালক সাবেক ছাত্রবেতা রাজু আহমদ।

সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন ছাড়াও গঠনতন্ত্র, আর্থিক বিবরণীসহ বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সমন্বয়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য বদরুল সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফয়েজ আহমদ, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ইকবাল আহমেদ,ব্যবসায়ী ও রাজনীতিবিদ সাইফুল ইসলাম, ফরেভার ইন্টারন্যাশনালের ম্যানেজার সাব্বির আহমেদ, শাবিপ্রবি প্রেসক্লাবের সাবেক ট্রেজারার ও দৈনিক আলোকিত সিলেটের সহকারী সম্পাদক এম তানজিল হাসান, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জাগ্রত সিলেটের সহ সম্পাদক জহির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া, ট্রাভেলস ব্যবসায়ী নাঈম আহমেদ, কর আইনজীবী সাইদুর রহমান, বিশিষ্ট ট্রাভেলার নাহিদুল ইসলাম চৌধুরী, সিজিল মিয়া, মাহদি, খলিলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সভার শেষে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের কল্যানে কাজ করার জন্য সবাই প্রত্যয় ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ