১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৩ ডিসে ২০২২ ১০:১২
সুরমাভিউ:- স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, ‘অভিভাবক ও শিক্ষকরা সম্বন্বিতভাবে ভূমিকা রাখলে, শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সহজেই পৌঁছতে পারে! শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর ও আর অভিভাবকরা তাদের পরম পৃষ্ঠপোষক। তিনি বলেন, শিক্ষার্থীদের কোনো কাজে যেন অভিভাবকদের মাথা নীচু করতে না হয়, শুধু ভালো রেজাল্টই নয়, আমরা তোমাদের কাছ থেকে সুশৃঙ্খল ও আদর্শিক জীবন প্রত্যাশা করি। বাবা-মা ছাড়া শুধু শিক্ষকরাই শিক্ষার্থীদের সাফল্যে আনন্দিত হোন ও গর্ব বোধ করেন।
তিনি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজের স্কুল সেকশনের বার্ষিক পরীক্ষা ২০২২ এর পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ রাজন সরকার। শ্রেণিশিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও শ্রেণিশিক্ষক জাহাঙ্গীর হুসাইন, আইসিটি বিভাগের প্রভাষক আবু সায়েম।
বেলা ১২টায় অধ্যক্ষ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে রেজাল্ট কার্ড ও শতভাগ উপস্থিতি পুরস্কার ‘প্রিন্সিপাল এওয়ার্ড-২০২২’ প্রদান করেন। এতে অন্যান্যের মাঝে শ্রেণি শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766